ঐ ছেলেটির কথা বলবো
রগচটা আর গরম রক্ত পোরা মন
ছিলো হাহাকারের সংক্ষিপ্ত খনি
আকাশ ভেঙে হবে চৌচির, মেঘে হবে গর্জন
মাত্র সময়ের অপেক্ষা
চোখে আগুনের ধোয়া
বেরিয়ে পরার অাকুল শক্তি,
"নিঙরে দিস "বলে যার পায়ে ছিলো হাটার ছন্দ
যে ছেলে হয়েছিলো বুকের পাজর
পথের মাটি ধরে বলেছিলো
নামের অক্ষর
করুনায় যার ছিলো
মনভরা প্রশান্তির আক্ষেপ
শুধু সেই ছেলেটি
আজ মাটি হয়ে জুরে আছে
তোমার দেখা ঐ মাটির তলে