আজ আর কবিতা লিখবোনা
কবিতায় মোর আহাজারি
লিখবোনা আর, ছেড়ে দেবো এ বেলা
সাহিত্য মোরে কিরন দেবে?
আর আমি কি করবো? লিখবো
নাহ আজ আর লিখবোনা।
আজ মনে বড়ো ব্যাথা যে
মলিন আকাশে দীপ্তি ছড়িয়ে মেঘ আসবে
তারপর বহু বহু পায়রা উড়ে উড়ে ছায়া দেবে
শঙ্খচিল বেশে কেউ কি আসবে?
তবে সুদুর প্রান্তে আকাশ জ্বলবে জ্বলবে জ্বলবে
কাকলি দিবস না মেনে হাটবে মরুদেশ ছেড়ে মরুদেশ,
বিস্মিত বহু,আর না। কবে হবে শুরু?
আমি কি লিখবো সুদুঢ় ছুয়ে,ফকফকে সাদা নরম বালিশের স্রোতে
অতঃপর যদি দেখার চোখ ঝেড়ে ফেলে অভিশাপে?
আমি কি তাও লিখবো মনোরমের মিলে
ঙ্ঞান হারা বৃষ্টির ফোটায় ফোটায় যদি ইচ্ছে জাগে?
কি হবে? লিখবো আমি?  সাহিত্যের ঢঙে?
গহীন হতে গহীনে মন যদি হারায় ছদ্মবেশে?
কালি কারো হাতে যদি থাকে বেজায় সুখে
কি করবো? মিথ্যে আলোর ছলনা দেবো তারে?
আনাগোনা রবে যে, আমি তবে দিলাম ছেড়ে
সত্য রবে সত্যির পথে একটু বিচিত্র চরনে
আজ কবিতায় মন নেই বলে
বেলা কাটছে বলে বলে নিরবে আহ্লাদে
আজ তবে আর লিখবোনা কালি যাবে ফুরিয়ে
তবে লিখবো টুপটুপ বৃষ্টির শব্দের ছন্দে
ছায়ামিল রবে আকাশের নীলে
কখনোও অদম্য সৃষ্টিতে কবিতা দেবো যে তাহারে