পাতা যে ঝড়ে গেছে খোকা
যাসনে আজ গাছতলায়,
মা বলেছে দেখতে পেলে করবে আড়ি
লাঠির ভারে দৌড়ে পালায়
পাশের বাড়ির ফটিকছড়ি।
মধ্য রাতে শুকনো পাতায় মরমরে শব্দ জাগে
মায়ের নিষেধ যাসনে খোকা, শিগগিরি হবে দিনের খেলা।
সকাল বিকাল সন্ধ্যে বেলায় আলতা ছোয়ায় গৃহক মালা,
পদ্ম তুলতে নামবে জলে,
মুছে যাবে সব আলতা জালা।
যাবি খোকা তুই আমার সনে? পুবের গন্ঞ্জের খালের পাড়ে?
না না বুবু।যাসনে রে মা। যাসনে আজ সেথার ধারে
বেড়ার কাটায় আটকে গেছে জামা।
টানিস নে তুই নেমে পর যা, পাড় বেয়ে ওই জলে।
লুকিয়ে পর বুবু।পাড়ার লোকে দেখলে বলবে কেমন পদের খুকু?
কিরে রাত পোহালো বলে।
আলতা মেখে পদ্ম তোলার স্বপ্ন ভুলবি কবে?
খোকার  কথায় বেজায় হিসেব,নষ্ট করছিস বেশ
আমার কাজ আমায় করতে দে,এই যাহ খুলে গেলো যে কেশ।
খোকা তুই বড্ড জালাস,নষ্টের বুড়ো তুই,
উঠছি আমি,তুই নেমে পর
পদ্ম পাবিই তুই।
এইনে বুবু পদ্মের বাহার,কয়টা নিবি বল
কাল তবে দুটো বেচে দেবো বেশ, কেমনহবে বল?
তাড়াতাড়ি কর বুবু,পাশের বাড়ির বল্টু মিয়া পাড়ি দিলো খাল
তোকে দেখলে দিতো তবে গাল, সন্ধ্যের রেশারেশ।
যা তবে যা বাড়ি ঢুকে যা,ঘুমিয়ে পরিস বেশ
আমি তবে যাই ঘুরে আসি আজ
গল্পটাই হলো শেষ।