সাহিত্য নয় কেবলই ভালোবাসা
কবিতা নয় কেবলই স্বপ্ন
মৃত্যু নয় কেবলই সাজানো স্মৃতি
রাতের চটচটে হাসনাহেনার গন্ধ
ভরা কল্পনায় কেবলই ভেঙে ফেলার আসর।
প্রিয় হে মন রিক্তের আদর
জলপনার তৃষ্ঞায় ডুুমুরের স্বাদ
মানুষের ছড়াছড়ি তবে কেবলই একটি সাথ
প্রিয়তম হওয়ার প্রাতে প্রিয়র হাতে হাত
দ্বিধাহীন ছিন্ন বিসন্ন মনে
প্রিয়তম খোজার সুখের পন্নে
আজ কেবলই ভালোবাসার আদলে
কাদার স্বভাবে হারাচ্ছে ঘুম
গহীনে গহীনে গহীনে রাতের গহীনে।
প্রিয় আজ বৃদ্ধ
ঝরনার সাথে কথোপকথোনে
মিষ্টি পানে আনন্দ তারে
সত্যি সত্যি হবে সে
জীবনের বলিদানে
প্রিয় থেকে প্রিয়তম কোনো এককালে।