কিন্তুর মাঝ বরাবর হয়তো কিন্তুই থেকে যায়
অবশেষ বেলায় অপুর্নতা থেকেই যায়।
মৃতপ্রায় কথায় বোঝা যায়,
শেষ,হয়ত শেষ।
জীবনের সন্ধি ব্যপ্ত হয়,ঘটে পরিসমাপ্তি।
শৃঙ্খলার মাঝেও বিশৃঙ্খলা গড়ে ওঠে
দুরত্বের চিন্তা তখনই শেষের পথেই হেটে বেড়ায়।
মানুষ খুজে এবং সত্যিই খুজে,
গৃহ হতে গৃহান্তর কিংবা দেশ হতে দেশান্তরে
বেড়ে ওঠার খোজ।
সত্যের মাঝে মিথ্যা,আবার মিথ্যার মাঝে সত্য
দৃশ্য ও অদৃশ্য,
কেমন যেনো সুন্দরে মত্ত।
সবের মাঝেই বাড়ন্ত প্রত্যাশা
কাল কিংবা আজ।