আবারো আকাশ রক্তিম হয়েছে
চেয়ে দেখো ওই পশ্চিমে
কৃস্ঞচূড়ায় মাতাল কৃষক
লালের আকুন্চনে।
একটু থমকে দেয়া,থেমে থাকার ভয়
মেতে আছে মিষ্টি সুবাস,দুঃখেরই ভয়।
ঋতুনিষ্ঠ বদলানো,বাদলের আগমন
একটু অপেক্ষায় জটিলের ব্যবধান।
গহীনে ডুব, হাসতে বাধা
আকাশ ছুড়ে দেবে রক্তিম কাদা।
ভেসেছে একতরফা ভালোর আঘাত
বৃষ্টিহীন সুবাসে নষ্টের হুতাস।
আকাশে মুঠোভরা রোদ
ফেলবে মানবতার পর।
রক্তের লাল ছুড়েছে বেশ
হাত পেতে সময় হয়েছে শেষ।
জলজ্যান্ত বেচে থাকা হায়
রক্তিমতায় রাঙা আকাশের মেঘালয়।