আজ মিথ্যের আশ্রয় নিচ্ছি না
সত্যি বলে টুপ করে ঝরে যাওয়াটাই শ্রেয়
মৃত্যু চিনে গেছে আমায়,কেবল আমি নিস্তব্ধ দাড়িয়ে
এটা মিথ্যে নয় কি,? ডুবতে চলেছি মিষ্টি গন্ধে
কাকুতি মিনতির হিসেব ঘুছে গেছে
দৃষ্টির সীমারেখাটা পৌছে গেছে মিথ্যের আশ্রয়ে
সময় শেষ,পথ কেটে ফেলে দিয়ে শেষ হচ্ছে  এবং হচ্ছেই।
বলছি,ঝড়ের বুকে হাত দিয়ে বলো ঐ মিথ্যের আহাজারি
দগ্ধ করে দিচ্ছে মনের ভেতরের হিংস্রপনা
মৃত কষ্ট ভোগের সময় এসে গেছে কি?
সময়ের প্রহর শেষ, পথ শেষ,আত্নার বারংবার দেখার ইচ্ছা শেষ
সব কেবলই শেষ,
এ কি শুধুই শেষ নাকি শেষ বলে নিতান্তই শুরু।