অন্তর্দহনে রাত
লুকায়ে সুর্যের অন্তরালে
রাতে রাতে মিলবে ভোর
ভোরে ভোরে প্রভাত নৃত্য
আবার যে সাজবে কাকুতি মিনতিরা।
ফুলের পরিহাসে হাস্যজ্জল মুখে মিষ্টি
কে বলবে এ যে বিদায় ক্ষন?
নুপুরসাজে কাল অভিশাপে সংশয় করে ভর
ড্যাবড্যাবে চোখে শত্রুর লোভ
হাকডাক, পাড়ায় পাড়ায় অনুভব
চলো ফিরো তবে সন্ধ্যের আকাশের সুর্য পানে
কালসাপের মুখে বিষে অনুভব ছিড়ে পরবে
এইতো চিত্রিত রুপের রাজস্ব
রহস্যে এমন জীবনভর
নিত্য কোনো অবয়ব মুখের ঠোটের কোনায়
যায় যায় সে যায়
তাকে কেউ আটকায়।