হিংসের আচলে মুখস্রোতের নিশ্বাস
বিশ্বাস এর গহীনে বিব্রত জাতি
সীমানা বড়ই গভীর
তাতেই দৃষ্টিহীন পথিক এর আর্তচিৎকার।
সহসা গভীরে স্বপ্ন দেখেছিলো বেসে
কেড়ে নেয়া হয়েছিলো কালের ব্যবধানে
জাতি নিঃশ্ব,জাতিই বিশ্ব।
দুরবেশে জয়গান বিষের বাশিতে
মধ্যের পথে রক্তের বহমানে
কখনো ফুলের ঘ্রানে মিষ্টির আহাজারে
কটু মনে থাকে পাপ, বৃদ্ধের কাফনে।
বুলেটের শব্দে নিষ্পাপ হয় ঠান্ডা
ভয় পায় সে ভয় পায়
শকুনের হাতে প্রান যায় যায়
থাবা কেবল সাদা কাপড়ে
কেবল লাল রক্তে ভরে
আজ বহুদিন পরে সীমানায় দাড়িয়ে
বাড়ির চালে পাখি গান গায়
বৃদ্ধা কেবলই হাহাকার নিয়ে
পথ ফিরে চায়।
সবুজের ঘ্রানে শান্তির আতশবাজি
বধুর মুখে মলিন হাসি
হারিয়েছে স্বামী সন্তান
ফিরেছে প্রতিকের জয়প্রান
আজ রাতে দেখবে শিশু পৃথিবীর মুখ
বাবার আশায় মন চেয়ে রয় মায়ের মুখ
বহু আশা বহু জাত
হাহাকার বুকে নিয়ে বেচে থাকাটাই
হিংস্র বুকে বেধে থাকার সাধ।