সন্ধ্যাতারা তোমার দীর্ঘশ্বাস এর প্রয়োজন
হাতের মুঠোয় খুব করে রাত ঢলে পরলো বলে
আরেকটু অপেক্ষা,অপেক্ষা শুধু তারার মেলার।
পুব কোনে দেখা দেবে, কথা মতো
আর জ্বলবে তোমার মতো।
শপথ কাটবো, সাথ রবো চিরকাল
মেঘময় পর্দার ডানা কেটে গেলেও।
মৃতপ্রায় রাত,রাত জাগবে
সন্ধ্যায় নিমত্ত তারা তুমি হবে বিলীন
যতটা সময়ে সৃষ্টি হয়েছিলো নীল
একটু অপেক্ষা, অপেক্ষা শুধু তোমার পানে
ছুড়ে দিয়ে রাত,গ্রহনে ব্যস্ত সকাল
প্রান্তহীন মেঘের ভেলা,সুর্যের খেলা
কড়া রোদ, উত্তাপেই স্বাদ।
হাওয়া করে মাত, সময়ের টুকটাক
দৃঢ় তবু সন্ধ্যা,শক্তের প্রভাত
তারা নেই গুনতে ব্যাঘাত
সন্ধ্যাতারা তোমার নেই রাত
তোমার নিঃশ্বাসেই যে দীর্ঘশ্বাস।