তীব্রতা অনুভব করা যায় সুর্যের তাপে
সে কি দহন
সে কি বাসনা!
দুর হতেও অনুভব।
তারপর তাতে সিক্ত হয়ে মনে বড় বড় ভুল হয়
দুরবাসনা হারায় হরিনের টানা টানা চোখে
গভীর সমুদ্রের মাথা ভারি হয় চিৎকারে
ঠিক তখনই!
মনবাসনা আঁকড়ে ধরে নতুন সৃষ্টি খোঁজায়।
যার হাতে খাবারের দানা খুঁজে পাওয়া যায়
বৃষ্টি তাকে ভাসিয়ে নেয় স্রোতে স্রোতে
কারন  সে যে মাতাল
সে যে ডুবন্ত মানব
সে যে ভেঙে যাওয়া স্মৃতি
স্বপ্নহীন কত জল্পনা তার মনে মনে
নোংরা কাদামাটি তার প্রতিটি চলনে চলনে
এ যে বৃত্তের মধ্যিখানে হাটা
হাঁটার সুখ আর স্বপ্ন ধরে রাখা
বিদায়ের বাজনা কালো চোখে
বৃদ্ধ আঙুলের ছবি খানা ফুপিয়ে কাঁদে
বাতাসে তা ছিড়ে ছিড়ে উড়িয়ে তবে ক্ষান্ত এই মানব
মানবেরই পদতলে।