তোমাকে আমার লুটিয়ে পড়া শ্রদ্ধা
তোমাকে আমার নষ্ট হওয়া সময়ের অবিচার
তোমাকে শুধু গাঙচিলের উড়ে চলা দুটি ডানা
তোমাকে সুবিধাবন্চিত নারীর আর্তচিৎকার।


তোমাকে আকাশ জুড়ে বৃষ্টির গুনগুন গান
তোমাকে পাখিহীন সেই ভোর
তোমাকে গুনতে থাকা তারার মেলা
তোমাকে আমার দুপুরের সেই রৌদ্র আগুন।


তোমাকে আমার অবান্চিত কথার বাহার
তোমাকে আমার মধ্য লগ্নের পৃথিবীস্নান
তোমাকে মিটমিটে অাঁখির অন্ধকার
তোমাকেশুধু ঘিরে থাকা মৌমাছির বিষাক্ত ঝাঁক।


তোমাকে আলতো ছোঁয়ায় মায়ের আচঁলের সুখ
তোমাকে বহু অশ্রুসিক্ত সন্ধ্যার বাতাস
তোমাকে গম্ভীর সেই দিনপন্জিকা
তোমাকেই বরং শ্রদ্ধার বাহাদুরিতা।


তোমাকে আমার বিষ্ময় ঘিরে নম্রতা
তোমাকে মনের সকল বহুরুপিতা
তোমাকে পড়ন্ত মাটির দেয়ালে পায়ের ছাপ
তোমাকে ঘিরেই যতো আজগুবি জল্পনা।