ভালোবাসার ৩৬৫ টি লাল গোলাপ দিচ্ছি
দিনের আলোয় যে গোলাপ তোমায় দিয়েছিলো তারুন্যের সুবাস
দিয়েছিলো নৃত্য লগ্ন মনে বেচে থাকার সাহস
দিয়েছিলো ছিড়ে ছিড়ে খাওয়া কাগজের প্রতিটি নিঃশ্বাস
আর গোলাপের ছুই ছুই মনে তোমার স্পর্শের কাতরতা,
তুমি ছিলে ঐ গোলাপের হিসেবের চারুলতা
তোমায় দেখেই আকা হয়েছিলো দৃশ্যের পঠিকৃতি।
শুধু তোমায় দিচ্ছি গুনিত এই গোলাপ
দিনের শুরুতেই যার ঘটে সমাপ্তির পরিশেষ।
চিৎকার করে নাই বলে যে চলে যায়
পিছনের বাধা না মেনে যে হেসে বেড়ায়
গোলাপের তারুন্য আজ উদ্দাম হাসায়
তুমিতে আজ কষ্ট বহুরুপী,পাপড়ির নৃশংসতা
শুকনো তুমি গোলাপের খাতায়,
নষ্ট তুমি পাতায় পাতায়
তবু চলে যায়, হেসে খেলে বেজায়
তোমাকে বলা মধুর ঐ ৩৬৫ দিন