আমায় ডেকে করেছিলে প্রশ্ন
বলেন কিছু, ও ভাই, বলেন কিছু?
এ সমাজের অবস্থা দেখেন
ঐ দারিদ্রের কষ্ট দেখেন
                          বলেন কিছু


সংগ্রাম আর সততার পথ ধরে
ন্যায় আর স্বাধীনতার পরিচ্ছদে
পেয়েছিলে মোরে, দেখেছিলে মোরে
আর ভেবেছিলে
      আছে আমারই কাছে
      তোমার প্রশ্নের উত্তর


কিন্তু আমি বললাম, কি লাভ?
কি লাভ হবে কিছু বলে!
সবাই অসৎ, সবাই স্বার্থপর
তুমি যে প্রশ্নকর্তা, তুমিও
আর দুদিন পরে, হবে তাদেরই মত।
আমার আশেপাশে যতসব
বন্ধুবান্ধব, এ সমাজ
অপরিণত আর পরিবর্তনশীল
              এটাতো হবেই


হতাশাগ্রস্ত এ আমাকে তুমি বললে
                   তুমিও কি সেমন?
অস্তিত্বহীনতায় ভুগে
মিথ্যাচার করে, বললাম
               না, আমি বাদে
               এ সারা পৃথিবী


আর এখন ভাবি, কেন পারলাম না
কেন পারলাম না তোমাদের বলতে
               ঐ সমাজকে জাগানোর শব্দ কি
                 ছিল না আমার মুখে?
তাহলে এ কবিতা লিখেই বা আর লাভ কি?