চির-ধিক্কার এ ভুলে ভরা পথ,
ভুল ভেবে নিজেরেই দেই অভিশাপ।
কত কিছুতে আজ এখানে এখন,
সঠিক-বেঠিকের করি পরিমাপণ।


মনে হয়, সব দোষ- এই সে সমাজ।
মুষ্টিমেয় মানুষের নির্ধারিত সমাজ।
মূল্যবোধের কি আশ্চর্য শূন্যতা,
ক্ষমতা, উৎকর্ষতা- হয় সামাজিকতা।
এ ক্ষমতারই বা পরিমাপক কি?
উৎকর্ষতাকে কি জান তুমি?