মানুষের গ্ৰহে আজ ভয়,
সংশয়, জীবনের তরে
হন্তারকের নির্লজ্জতায়
মানুষ বন্দি আপন ঘরে ।


খবরে এখন আতংক
কাছে আসা তোমার আমার,
তোমাকেও ছুঁয়েছে ঘাতক
নিষিদ্ধ তুমি। তোমার ঘর।
সশস্ত্র টহলে দিনরাত
বুড়িগঙ্গা, নীলক্ষেত, রাস্তা
মৃত্যুর নির্মম করাঘাত
বিধ্বস্ত করেছে মনুষ্যাস্তা।


করেছি আড়াল মাস্কে মুখ,
হীনতারে। আর গোঁপ নাক
প্রতিদিন আমাদের সুখ
এক বিশ্বস্ত ত্রাণের ট্রাক।


চুম্বন বিক্রি করে দিয়েছি
শরীরে শরীরে বড় ভয়,
ভালোবাসাকে শুভ্র জেনেছি
করোনা এনেছে বিপর্যয়।।


২১/৪/২০.
খিলক্ষেত ঢাকা।