কৌমুদী
(১)
বিষ তোলো নারগিনী তোমার প্রাণহর ফণায়,
আর্ত সম্মুখে পেয়ালা হাতে দাও অমৃত ছোবল,
ঔদধত্ত দেখাও ,
সামরিক প্রেমের।
(২)
আমাকে অভিসম্পাত দাও কৌমুদী,
এই অবিনাশী রাত হোক সারথি,
ব‍্যজনে লহর তুলুক,
"কাজল ভ্রমরা" ।


010318.
তেজগাঁও, ঢাকা।