এই চোখ মানুষের চোখ নয়-এতো এক বালুরশ্মশান,
        কথা আছে সুর আছে, নেই শুধু গান-সেই গান।
            আয়না আয়না খেলায় সব সাজানো চাতুরী,
              দীর্ঘ ছায়ার শেষে শোক সভা বসেছে তারি।
    এই তনু নেই তনু অবসাদে ঢাকা পড়া বিগত প্রাণ,
       যত্নে সাজানো চুরাবালি স্বপ্ন সেখানে করে স্নান।
পুঁথি পড়া রাত শেষে আগত প্রভাত নিয়ে এলো জল,
মুমূর্ষ পতন তার, ঘর সাজানোর চেয়ে জরুরী প্রস্থান।


১২.৩.১৮
তেজগাঁও।