মেঘলা আকাশে আজও একরাশ বিষণ্ণতা
আকাশে ছায়ার মতো জমে থাকা ভীষণ অস্থিরতা ৷
ছায়ার অগচরে বসে কি যেন ভাবছি সারারাত,
যা আমার নয় তা চাইতে গিয়ে হারিয়েছি সব আজ।


তন্দ্রাহীনতায় জাগিছে নয়ন,
কল্পনা বিহনে হৃদয়।
কাটবে না এই ক্লান্তি-বিষাদ,
ফুরিয়ে যাবে সময়।


অকূলে ভাসায়া তুমি নাহি দাও ধরা
আমারে নিয়া তুমি করিছ যে খেলা?
দিন যায় রাত যায় মিছে তোমায় ভেবে
তোমারি আঘাত শুধু শেল হয়ে বেঁধে ।
কি দিয়া করিছ আমারে বশীকরণ
চুপি চুপি করিয়াছ আমারি মন হরণ ।


একাকী নির্জলা পথেই থাকে ওঁত্‍পাতা শেয়ালের দল,
পথভ্রস্ট হলেই তারা ফুঁড়ে উঠবে তল।
বিষণ্ণ পথিক হেঁটে চলে বহুদূর একাকী
মনে মনেও সে কোনো সঙ্গী চায় নাকি?


মোহনায় দাঁড়িয়ে পথিক ক্লান্ত যখন,
দিনমণির বিদায়ে ফুরোয় ক্লান্তিকর বেলা,
নিঃসঙ্গতায় ধোয়া শীতল মুখে তখন
বয়ে চলে একরাশ স্নিগ্ধ প্রশান্তির খেলা!