যৌতুক
জাহাঙ্গীর হোসাইন


নর-নারী জীবন সঙ্গী হয় বিবাহ বন্ধনে
ধর্মীয় বিধান মেনে নর নিবে নারীর দায়িত্ব কাঁধে।


আঠারো বছর বয়স পর্যন্ত পিতা পূষেণ কন্যা সন্তান
এক সময় তুলে দেন নরের হাতে মেনে বিধান ।।


বিয়ের সময় বরপক্ষ দাবি করিয়া বসে
কন্যা হাতে গোলায় স্বর্ণালংকারে দিবে ভরে।


এছাড়া অবস্থা ভেদে দিবে হুন্ডা গাড়ি
আত্মীয় স্বজন গ্রামবাসী খাবে সারি সারি।।


পিতা-মাথা কন্যার জন্য সবেই দেয় বিসর্জন
কেউ দেখে না কন্যার পিতার অভাব অনটন।


এ যাত্রা শেষ নাহি হলে পিতা-মাথাকে
দিতে হবে অনেক মাসূল।।


এতো কিছু দেওয়ার পরে ও হলো কপাল মন্দ
পিতার সংসারে হলো কন্যা দায় গ্রস্থ।


পিতার যদি থাকে একাধিক কন্যা সন্তান
সমাজ সংসারে পিতা হয় দুর্ভাগ্যের স্বীকার।।


নর তোরা টাকার লোভে করিস বিয়ে
হায়া লজ্জা নাহি
এক পয়সাও দাম নাহি তোর যৌতুক তবু ও চাই।।


সমাজের যারা জ্ঞানী গুণী ব্যাক্তি আছে
তারা সবাই মিলে যৌতুক প্রথা বন্ধ করার জন্য রুখে দাঁড়ায়।।


Date: 28/04/22
Time: 8:35pm
Bar: Monday
Pic: collect