তুমি নারী মহান,আগামীর জন্য জেন্ডার,
নারী সমতাই আজ অগ্রগণ্য দিবস।
"নারী-পুরুষের সমতা,আগামীর মূল কথা"।


নারী দিবসে জাতিসংঘের স্লোগান
'নারীর সুস্বাস্থ্য ও জাগরণ'।
নারীর প্রতি বৈষম্য ও অন্যায় অবিচারের অবসান।


একটি সুখী,সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব।
"নই দেবি,নই সামান্য নারী...
অবহেলা করে মোরে রাখিবে পিছে"
সে নই,আজ বদলে গেছে নারীর দৃষ্টি ভঙ্গি।


দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


নারীবাদ মানে নারীকে শক্তিশালী করা নয়,
নারী এমনিতেই যথেষ্ট শক্তিশালী।
নারীবাদ মানে পৃথিবীকে সেই
শক্তি মেনে নিতে শেখানো।


নারী প্রগতি সংঘের নির্বাহী রোকেয়া কবীর
মনে করেন দিবসকেন্দ্রিক এই উদযাপন।
তাই তো কবি কাজী নজরুল ইসলাম বলেছেন।


আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!
বিশ্বে যা-কিছু মহান্‌ সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।


নারী তুমি মহান, আগামীর জন্য জেন্ডার।
নারী তুমি মহান, নারী তুমি ধন্য।


Writer-Zahangir Hossain
Kobita- 8 March International Women's Day
Time - 12:30 AM
Bhawal Badree Alam gov clg gazipur
Honours 3rd year student