এই সমাজের রীতি নীতি,
               মনের ভেতর জাগায় ভীতি!


কোন্‌ নীতিতে চলে মানুষ?
                 বুঝতে গিয়ে হলাম বেহুঁশ!


জাগতিক নিয়মে মুক্তই
             মানুষের পছন্দ কিন্তু আমার!


মানুষ বেঁচে থাকলে তার
                আচরন বদলায়, গঠন নয়,


আর মরে গেলে গঠন পঁচে
                               যায়, কর্ম নয়।


তাই আমি বলি,
                "মানুষ বেঁচে
                থাকলে বদলায় আর
                 মরে গেলে রেখে যায়।"


সোনার এই সমাজ যেনো,
                    হাড়িয়ে যাচ্ছে পাপে,


শত মানুষ অমানুষ হচ্ছে,
                  অন্যায়-অবিচারের ধাপে।


স্বার্থের লোভে চুমে দুর্বিনীত
                       পায়ের জঞ্জাল বিপন্ন
মানবতা
   তোমার নিঃশ্বাসের বিষে


কতকাল আর কতকাল
               সবুজ গালিচা পরে      
হায়েনারা রবে মিশে।


তারিখ:- ১২/০৪/২২
সময়:- ৩:৪৫ পিএম
নিয়ামতপুর, নওগাঁ