এলো পহেলা বৈশাখ


বাঙালির বর্ষবরণে নানা আয়োজনে;
বাজলো ঢোল আর ঢাক,


প্রকৃতির খেলায় নাগর দোলায়
এলো পহেলা বৈশাখ।


ফর্সা  হলো  পুবের   আকাশ
বাতাসে  আজ  ফুলের  সুবাস ৷


ঢেউ  খেলে  যায়  ধানের  শিষে
যেথায়  নদীর  বাঁক ৷


বছর  বাদে  আসলো  ফিরে --
পয়লা  এ  বৈশাখ ৷


দারিদ্র্যের নিস্পেষণে জর্জরিত,
আনন্দ থেকে কেউ নয় বঞ্চিত।


লালপেড়ে শাড়ি, কানে দুল,
কিশোরীর খোপায় পরে গাঁদাফুল।


আনন্দ উল্লাসে বৈশাখী মেলায় এসে;
সব দুঃখ ধুয়ে-মুছে যাক।


এদেশ আমার জন্মভূমি
এদেশ আমার প্রাণ ,,


কাঁদলে কেউ দুখে
পড়ে হৃদয় সুতোয় টান !!


পান্তা ইলিশ, পিঠাপুলি আর বৈশাখী মেলায়
নাচে গানে উল্লাসে মঙ্গল শোভাযাত্রায় ;


হাল খাতার রঙে রঙিন বাজারে দোকান
একই কন্ঠে তারাও গাইছে সাম্য মৈত্রের গান !!


মনে আজ আনন্দ ভুলে সব মন্দ,
নেইতো কারো মান-অভিমান।


দুপুরের খরাই বটের ছায়ায়,
সব জরা-ক্লান্তি ধুয়ে-মুছে যাক।


আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে,
নতুন পহেলা বৈশাখ।