সকল চিহ্ন হারিয়েছি আমি
পথের ধারে ভিক্ষার ঝুলি।
আপন চিহ্নকে চিনতে  গিয়ে
পেলাম পর চিহ্নের চুমি।
     আমি ক্ষমার অযোগ্য
         বাঁচার নাই সাধ্য।


আমার যত বিরহ কান্না
সব দূর অতীতের জন্য।
আমি তোমাকে গাইনা
কথাগুলোও হয় অকথ্য।
      আমি সত্যিই অপরাধী
           হয়েছি অহংকারী।


তোমাকে ভালবাসতে শেখাও
হে, মনকে কর উদার
তোমাতে খুঁজে পাই যেন
অনন্ত প্রেম সম্ভার।
      তোমার প্রেম সুধায়
     মন শুধু মানুষ হতে চায়।


__________
*কিছুটা পরিবর্তিত
__________
*২৭/০৯/২০১১
শহীদ হবিবুর রহমান হল
রাজশাহী বিশ্ববিদ্যালয়।