মশারির শেষ মশাটি মারার জন্য
কোটি নিউরনের যে অপব্যবহার
আজ আমি দেখলাম।
সেই শোকে আমি হাজারবার
আত্মহত্যা করতে চাই।

এত গুলো হাত এত গুলো চোখ
এত গুলো বুদ্ধি
যখন নির্বিকার চেয়ে থাকে।
তখন আমার পরিচয় খোঁজার
চেষ্টা হয় নিরাশার ছাই।


দুঃসহ বেদনায় একেকটা স্বপ্ন
যখন আত্মহত্যা করে
তখন স্বপ্ন দেখার
স্বপ্ন আমার
বিলাই এর মেও শোনায়।


মশারির শেষ মশা
তোমার জন্য
আমার পৃথিবী
আমার হল না।


তবু আমি বাঁচি, তবু আমি হাসি
আমার জীবন
হায় আমার সোনার জীবন।
তোমায় ভালবাসি।