বিচ্ছিন্ন কিছু স্মৃতি নিয়ে, অনাকাঙ্ক্ষিত পথে হাঁটছি,
খুব অন্ধকার পথ,একটুও আলো নেই,
তবুও জেনো সব স্পষ্ট দেখছি।
এটাই তো সেই পথ,যেখানে তোমার আমার প্রথম দেখা,
আজও যেন ঠিক তেমনই আছে,
নিস্তব্ধ শেওলা মাখা।


কোথায় তুমি,কোথায় আমি দূরত্ব আজ বহুদূর,
অন্ধকার আজ করেছি আপন,
অন্ধকারই সুমধুর।


সত্যি বলছি
অন্ধকার ভালো লাগে,
মনে মনে আকাশ দেখি,পাখির গান শুনি,প্রকৃতি কে অনুভব করি,
চাওয়া পাওয়ার দিন শেষে, দুর্ভাগ্য কে বরন করি।


চোখের  দৃষ্টি নেই বলে কি,মেটে নি আমার মনের সাধ,
যেদিন  তোমায় প্রথম দেখি
ভেঙেছে আমার দেখার বাধ।