দৃষ্টি ভঙ্গিতে পরিবর্তন আসলে,
স্বাভাবিক এবং অস্বাভাবিক এর মধ্যে পার্থক্য খোঁজা টা বড়ই দুষ্কর।
অপর পক্ষে নিয়ম-নীতির তোয়াক্কা না করা এক ধরনের আইনত অপরাধ।


এটা আমাদের সমাজ ব্যবস্থার একটি অপূর্ব সংস্করণ।
অনিশ্চয়তার মাঝে বেঁচে থাকার একটি অপূর্ব উদাহরণ।


নিচ তলার সাথে উপর তলার কত বড়ই না পার্থক্য,
যেখানে নিজের প্রাপ্য আদায় করতেও
বরণ করতে হয় বার্ধক্য।


সত্যবাদিতা চাপা পড়েছে,
যেটা এখনকার রোজ গার কাজ।
নিয়ম-নীতি হারিয়ে গেছে সততায় পড়েছে ভাজ।