আমি সৃষ্টির শ্রেষ্ঠ স্বাদ অনুভব করতে চেয়ে ছিলাম।
তোমার চোখের তীক্ষ্ণ চাহনিকে বুকে ধারণ করে
স্বপ্ন বিলাসী হতে চেয়ে ছিলাম।


আমি নিঃসঙ্গতাকে আপন করে নিয়েছি।
বাস্তবতা সত্যিই নিখুঁত।
নির্বাক মন কত কিনা বলে,
তাইতো আলো-আঁধারির নীরবতার মাঝে কিছুটা উচ্ছ্বাস খুঁজে নিয়েছিলাম।


ভেবেছি সুখ হবে আমার ভালোবাসার অবসান।
এ দীর্ঘশ্বাস যেন না পাওয়ার প্রতিচ্ছবি।
তবে কি ভালোবাসা শুধুই দূরত্বের ব্যবধান?


আমি নির্দ্বিধায় বলতে পারি।
শূন্যতারই বদ্ধ শহরে হোঁচট খেয়েও চলতে পারি।
খানিক বিরহ সহ্য করেছি,
তাইতো তোমায় ভাবতে পারি।


স্বপ্ন বিলাসী মন আমার,
অল্পতে কি আর মন ভরে?
এ জনমে যদি না পাই তোমায়,
দেখা হবে পরপারে।