কতটা ভালোবাসা চাই বল?
আমি তো হার মানি নি।
নিজেকে উজাড় করে দিয়েছি তোমার তরে।
তবে কোথায় তোমার মুখের হাসি।
যে হাসি বার বার দাগ কাটে আমার অন্তরে।


আর কতো ভালোবাসা চাই বল?
লজ্জা তোমার বাহানা মাত্র।
হাতে হাত রেখে কতোটা পথ এক সাথে হাঁটা।
তোমার স্নিগ্ধ কোমল হাসি জেনো হৃদয়ে সুখের বাধ ভাঙে
কতো না কথা
তবে কেনো সে পথে তুমি ছাড়া আমি
একা।


আর কতো ভালোবাসা চাই বল?
নীরবতা কি তোমাকে মানায়?
আমি তো অল্পভাষী।
তোমার শাসন বাড়ন সবি জানা।
তবে বাধার দেয়াল কি এতোই বড়,
যেন সব কিছুতেই মানা।


আর কতো ভালোবাসা চাই বল?
আমি তো রোজ বিকেলে সব ছেরে ছুড়ে তোমার জন্যে সেই বহু দূর পারি দেয়া।
অল্প সময় এর অল্প কথায় মন জুড়িয়ে জাওয়া।


আর কতো ভালোবাসা চাই বল?
স্বপ্ন গুলো ভাসিয়ে দিয়েছি।
আমি জানি তুমি ভালো আছো
দিনের শেষে আমারই যত দোষ, অবহেলা।
ধরণীর তরে যতদিন বাচিঁ ,
দিন গড়ানোর খেলা।