আমি এক অদৃশ্য কারাগারে বন্দি।
যেখানে আলো বাতাস,কোলাহল,শাসন বারণ,চলাচল
রাত দিনের পরিপূর্ণতা অন্তরালের সন্ধি।


যেখানে বাস্তবতার হাহাকার।
খাঁচায় বন্দী প্রাণীর মতো,
অনিষ্টতার সমাহার।
ভালো লাগার আবেগ বেচে,
মরার মতো ভাবছি
জগতে তো সবাই পাপী আমিই কেন কাঁদছি?


আমার আরো লম্বা জীবন চাই,
যে জীবনে মৃত্যু নাই।
শত্রু হবে সবাই সেখানে,
পর কালের ভয় নাই।


নির্মমতা ধোঁকাবাজি,
ভেতর ঘরের হাস্য রস।
সত্যিকারের মানুষগুলো ভূতের মত হইল বশ।


এ যেন মহামারী বিষফোঁড়া,
লাঞ্ছনার উচ্ছ্বাস।
সত্যের আলোয় আলোকিত অন্তর,
মিথ্যের পথের পাগলা ঘোরা।


আকাঙ্ক্ষা তোমার ইতি টেনে দিয়ে বলি মনে মনে।
সৃষ্টিকর্তা দেখেছো তো সব?
সইছি কি গোপনে।