হঠাৎ  আলোতে ঝলসে গেল চোখ,
অন্ধকার  থেকে আলোয় এলে যেমনটা হয়
নয় মাস মাতৃগর্ভে থাকতে থাকতে
ক্লান্ত হয়ে পড়ছিলাম ,
ঠিক এমনি সময় হঠাৎ  
মায়ের পেটে পেলাম ছুরির স্পর্শ ..
তারপর ভগবান রূপী ডাক্তারের  হাত -
মায়ের পেট থেকে যত্ন করে বের করলো আমায় .
কিন্তু মা কেমন ভয় পেয়ে গেল আমায় দেখে !
তারপর বাবা যখন বললো
মাকে আর বাড়ি নিয়ে যাবে না ,,
তখন বুঝলাম কেন মার মুখ ভার,
বুঝলাম আমি মেয়ে ..
জন্মেই তাই আমায় পেতে হলো প্রত্যাখ্যান ..
রাগে লাল হয়ে গেল ছোট্ট শরীর,
চোখে নেমে এলো জল
কণ্ঠ থেকে নির্গত হলো এক মর্মভেদী আর্তনাদ
আর আবার স্পর্শ পেলাম মায়ের ,
মা বলছেন ,জল নয়
ওই চোখ দিয়ে আগুন দেখতে চাই আমি ,
নিজেকে প্রমান করো বিশ্বের দরবারে ,
আজ থেকেই শুরু হোক সেই প্রস্তুতি ..
মেয়ে বলে দয়া  নয়,
অধিকার ছিনিয়ে নাও পৃথিবী থেকে,
মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে
আজ থেকেই শুরু হোক
তোমার  সেই পরীক্ষা ..