আমার আঁকতে ইচ্ছে করে


শে খ র  ঘো ষ


আগুন রং দেখলে আমার ইচ্ছে হয় আকাশে ছড়িয়ে থাকা মেঘের উপর লুটিয়ে পড়ি ৷ সূর্যের অন্তিম লাল রং চোখে পড়ে গেলে ইচ্ছে করে তার সঙ্গে বন্ধুত্ব করি ৷


ঝুম দাঁড়িয়ে থাকা বন্ধ কারখানা, চিমনির ধোঁয়া আর নীল রং খোঁজে না, আকাশে রাখে না তার ক্লান্ত মাথা, সেখানে শ্রমিকের যাওয়া আসা মানা ৷


যে মানুষটি চিৎ হয়ে শুয়ে আছে বন্ধ কারখানার গেট জুড়ে, তার চোখে ঢুকে যাচ্ছে গোটা একটা আকাশ , তার জন্য সবুজ রং এনে দেখি, আঙুলের ছোঁয়ায় রং উঠে যায় ৷ আর পলাশ ফুল নিয়ে উড়ে যায় বাতাস ৷


লাল রং দেখলে আমার একটা শ্রমিক আঁকতে ইচ্ছে করে ৷