অচেনা শব্দরা


বাউল ভোরে বাবা বসতেন দাওয়ায় গীতা পাঠে
পাশে রাখা থাকতো কোরান
অনেক দূর পর্যন্ত শব্দরা যেতো ভালবাসার চিহ্ন নিয়ে
যখন কোরান পড়তেন
শব্দরা তখন আলপনার মত গৃহদ্বার সাজাতো
গীতা কোরানের ধ্বনিগুচ্ছ উড়ে উড়ে চলে যেত
মানুষের সীমাহীন মনের ভিতর


পাড়াপড়শীরা সবাই ছিল একটি পরিবার


বাড়িটা আজ গভীর দীর্ঘশ্বাস ফেলে
সেই সব হারানো দিন, সব কলরব মিলিয়ে গেছে শ্মশানের ছাইয়ে


ক্রমশ অন্ধকার ঢুকে পড়ে সম্পর্কের ভিতর
ছোট ছোট রাগ অভিমান হেঁটে যায় মন খারাপের দেশে
দুঃখ কষ্ট কত বেদনার গোপন চর তৈরি হয়


নির্ঘুম রাতে নির্জন শব্দরা মাথার ভিতর ঢুকে পড়ে অকপটে


অচেনা শব্দরা শিস দিতে দিতে রাস্তা পার হয়।