অভিযান


শে খ র  ঘো ষ


বেহায়া বাতাস লুপ্ত বুকে আঁকি বুকি কাটে
মনমাতানো লুপ্ত নেসপাতির গন্ধ
ভাঙা চাঁদ ডিঙিয়ে যায়
দীর্ঘ অপেক্ষার স্তনের উপর দিয়ে
মৃদু আলো সন্ধ্যা রচনা করে


তোমার ব্যকুল বুকের উপর
অপেক্ষার ঝুল বারান্দায়
আলতো পায়ের ধ্বনি
ক্ষীণ হয়ে আসে


সে চলেছে আধ ভেজা জ্যোৎস্না মেখে
তোমার কাছে..........
অত্যন্ত গোপনে নিভৃতে।