আবার একটি বৈশাখ এলো
আকাশ থেকে ঝরে পড়ছে রূপালী বৃষ্টি
কৃষ্ণচূড়ার গাছে গাছে আগুন লেগেছে
ঝড় উঠেছে, গাছের তলায় আমগুলো পড়ে আছে
তালপাতার বাঁশির সুর আর বাজছে না
শেষ বিকেলে সূর্য ডুবে যাচ্ছে
আকাশে ফুটে উঠেছে নকশী কাঁথার মাঠ
যেন ইচ্ছেমতো উড়ছে আকাশে আজ
স্বর্গের যত আপ্সরা অপ্সরী
তারা উড়ে যায় মেঘেদের পাশে পাশে


আজ বৈশাখী মেলা শুনশান
ফিসফিস করে কেউ বলবে না
তোমায় আমি ভীষণ ভালবাসি


দোকানপাট সব বন্ধ আছে
মিষ্টি আর ক্যালেন্ডার হাতে কেউ থাকবে না


একটু একটু করে রাত শেষ হবে
আসবে নতুন বছর


আমার ইচ্ছেগুলো মনে মনে রেখেছি
যেতে বারণ বাড়ির বাইরে


ভয়াল করোনা যেন কলির কাল।