কাসর ঘন্টার মিহি সুর আর
দুচোখ ভরে আছে নগ্ন আকাশ
বিপন্ন মুখে জমাট বাতাস
সন্ধ্যাবেলায় শ্বাস ফেলে নিত্যপূজোর ঘরে
অবেলায় সে থাকতে চায়
তার নিজের ঘরে
চায় না ভাঙানীড়


সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে বালিতটে
নিজের শর্তে বাঁচতে চেয়ে তীর থেকে ফিরে আসে
শূন্য হাতে সমুদ্রে ফিরে যায় ঢেউ


বৃদ্ধা মা মানিয়ে নিয়েছিল সংসার
তবুও তাকে যেতে হবে বৃদ্ধাবাসে।