রাতের পূর্ণিমায় মরা হলদেটে চাঁদটাকে মনে হয়
ওতপাতা শিকারি বাঘের মতো

রাতকাণা বৃদ্ধের মতো শূন্যতা মাপছে

মনের ভেতর ফুটে ওঠে ফুল
যার পাপড়ির কোনো রং নেই
বিমূর্ত তার আকার

ডোবার জলে নিথর একটা ঝাপসা চাঁদ
পেট উলটে পড়ে আছে

সূর্য বিদায় নিলে নেশাগ্রস্ত চাঁদ
আমাকে নিয়ে চলে যায় বাঁশিয়ালার কাছে
সেখানে রাধা নেই
তাঁকে খুঁজে পাইনি

রাতজননী কোলে করে বসে আছে
সদ্যোজাত সূর্যকে নিয়ে
আগামী ভোরের জন্য ৷