আমার আকাশ শুধু নীল বিস্তার
তোকে ছেড়ে পারি
কখনো একা থাকতে
ভীষণ ভয় করে ৷


সমুদ্র ডাকে নোনা জলে
কিছু নিতে পারে
কান্নার জল ৷


বারবার স্বপ্নের রঙ বদলে যায়
অন্য স্বপ্ন জন্ম নেয়
অথচ খিদের রঙ বদলায় না
আমার শৈশবের আঁকার মাষ্টারমশাই
সব রঙ চিনিয়ে দিয়েছিলেন
শুধু খিদের রঙ চেনাতে পারেন নি ৷


ভালবাসলেই নারীরা হয় নবীন
আর পুরুষেরা জ্বলন্ত আগুন
সে আগুন নদীতে ঝাঁপ দিয়েছি বারবার
ঘর সংসার তো আমিও চেয়েছিলাম
কিন্তু হলো কোথায়
সব কিছু হারিয়ে গেল কিন্তু সর্বগ্রাসি
খিদেটা জেগে রইল ৷


তাই তো এই পথে নামা
নিজের ঘর ভাঙার দুঃখ যন্ত্রনা
পোড়াতে পোড়াতে অন্য মানুষ হয়ে গেলাম
সমুদ্রে ভাসিয়ে দিলাম বাসনা বিবেক মূল্যবোধ
নিল না কিছুই সমুদ্র
সব কিছূ ফিরিয়ে দিল,
সমুদ্র সাক্ষি রেখে ভালবাসি
আবার সমুদ্রে মরার জন্য ডুব দেই ৷


আমি একটা নষ্ট মেয়ে
যে তার উপোসী পেট ছাড়া আর কিছুই জানে না
অনেক কিছুই পারিনি করতে
কিন্তু হেরে তো যায় নি
আমি তো স্বপ্ন দেখতে পারি
উপোসী পেট কে চুপ করিয়ে
এইটুকুই কজন পারে৷৷