এক আকাশ অন্ধকার নিয়ে বসে আছি নিশিদিন
জীবন যে রকম চলে শূন্যতার ভেতর হতাশার ভেতর
বিলুপ্ত মাঠ পুকুর প্রমোটার আর অট্টালিকার সারি
শীতে পাখির ঝাঁক ঢাকা পড়ে অট্টালিকার অন্তরালে


ভোরের পাখির ডাক আর গান বয়ে আনে না
তথ্য প্রযুক্তির অভ্যাসে রুদ্ধ দরজা
মানুষ আর আগের মতন ভাবে না


মানুষের ডাক শুনতে পাই না ধারে কাছে
ভীষণ কৃপন হয়ে যাচ্ছি এখন কালো অসুখ
মূল্যবান মন মৃত মানুষের মতন নির্বিকার
পচন ধরেছে সভ্যতার হাতে পায়ে  চোখে


সুন্দর উজ্জ্বল চোখ চেয়ে আছে কষ্টের দিকে
তৃপ্তিশূন্য বাসনাগুলো খুঁজে নিচ্ছে চোরাপথ
কঙ্কালসার চাঁদ রুগ্ন হাতে দুঃখ ফেরি করে
তার হাতের নড়াচড়া শুধু টের পাই


এক আকাশ অন্ধকার নিয়ে....


ফণা তুলে আছে আর একটি পৃথিবী ৷৷