আমার শরীর থেকে প্রতিদিন এক একটি যন্ত্রনা প্রকাশিত হয়
আর উড়ে চলে যায় বিষাদের দিকে
জীবনবোধের আনন্দ যে কাপে ধরা আছে
তা পুড়ে যাচ্ছে দুঃখের প্রচন্ড আঁচে


চিতার কাঠের মতো জ্বলছি
প্রখর হাওয়ায় মোমের মতো পুড়ছি


কালো ছায়ার ভেতর  প্রতিদিন ঝরে পড়ছে 'মৃত্যু'


আমার অপেক্ষায় থাকা


শিশুরা আগামীকাল অন্ধকার থেকে বেরিয়ে এসে
বাংলার শান্ত বাতাস ফিরিয়ে আনবে ৷