সন্ধ্যার সময় একদল পাখি নির্জনতা রেখে যায়
এইভাবেই আমার দিন শেষ হয়
ঝগড়া নয় কষ্ট নয় এক মগ্নতা হেঁটে যায়
সমস্ত উপেক্ষা, বেদনা আমার মনের দরজায়
তখন ভীড় করে দাঁড়ায় না


এই দিনের শেষে গোবেচারা পাখিগুলো ঘরে ফেরে
সূর্য নিজের বাড়ির দিকে যাত্রা করে
যাবার সময় কমলা রঙের আলো
জ্বেলে দিয়ে যায় নদীর বুকে


আমার চোখদুটো জাদুকাঠির ছোঁয়ায় উজ্বল হয়
তখন কত ভাল লাগে
যেন অন্য ধরনের পৃথিবী ৷