মৌমাছিদের রানি তোমার কত সুখ
নানান ফুল থেকে মধু আহরণ করো
তাই তো তোমার মনে এতো গুন গুন গান
কিন্তু আমি জানি, তোমার সুখের কথা,


মায়ার ছলনায় নিরন্তর শব্দ
কত শান্তির কথা বলো
তোমার মুখে ধারালো অস্ত্র
বাংলা জুড়ে সংবদ্ধ হাহাকার,


সম্পর্কশূন্যতা আর বিশ্বাসের ছাইটুকু নিয়ে বসে আছো


তোমার কাপড় আজ ক্ষমাশূন্য, করুণাশূন্য
সব আগুনে পুড়ে ছাই
তাই তো তোমার একাকী পথ চলা,


ব্যস্ততার ভেতর দিয়ে হেঁটে চলেছো
আধখানা খোলা পায়ে হাওয়াই চটি পড়ে ৷৷