মৃত্যু ছুঁয়েছে তার দেহ আর বাতাস ছুঁয়েছে গভীর শোক
কোনও দিন দরজাটা খোলা হয়নি
আজ দরজার গায়ে হাত পড়বে


ঘন বাতাসের আস্তরণে অবর্ণ বিষাদ


যখন জীবিত ছিল আগুন পারেনি পোড়াতে
আজ মাঝপথে ফুরিয়ে গেল ঘর
সে জানে, অসময়ে ঝরে যাওয়া পাতার মৃত্যু


বায়ুরুদ্ধ বুকে ভীষণ নীরব বসে আছে প্রিয়জন
শোকে মুহ্যমান, সময়ে অসময়ে তার কথা কেউ মনে রাখবে?


অসময়ে এক টুকরো মেঘ আসে
যেন সাদা থানের ওপর কালো মলাট আর
তার ভেতর হাহাকারের কোনও শব্দ নেই ৷