এন আর সি

শে খ র   ঘো ষ

কি লিখি লিরা?

ভারতের জনসমুদ্র আজ
এন আর সিতে ঢুকে পড়েছে
অন্ধকার নিশ্চিত জানে
ভোরের আলো জ্বলে উঠবে

থই থই কালো চুলের মুকুট
শহর জুড়ে তাদের প্রতিবাদ
দুলে ওঠে ছায়ামূর্তি..... নারীরা

ওই যে হিরের টুকরো ছাত্রী
একাকী নিঃশব্দে অস্থির সময়ে
গুলি শুষে নেয় বুকে

দূরে বসে আছে অপেক্ষায় মা....

পাখিদের গান আজ স্তব্দ
জনসমুদ্রের আড়াল থেকে ভেসে আসে
কিছু স্বপ্ন আর নীল খাম।