আমার দু চোখের দু'পাশে মাঠ ধানক্ষেত
দিগন্ত মিশে আকাশের শরীর ছুঁয়েছে
সবুজ অরণ্যের হাতছানি
সাঁওতালি মেয়ের চলে  যাওয়া
একগুচ্ছ পাহাড়ের ঢেউ তোলা
মাটিতে কান পেতে শুনি
লাজুক মেয়েটির খিলখিল শব্দ


আজ দু চোখের দু'পাশে সারি সারি অট্টালিকা
বুকের বা পাশে গুমোট গরম
একলা আছে আকাশ তবুও নিথর
শূন্যতার মাঝখানে মাঝে মাঝে বৃষ্টি হয়
এক টুকরো রোদের জন্য
জানালার পাশে দাঁড়াই
কিন্তু রোদ পাইনি
বড় একা অচেনা হাওয়া


ও পাশের বাড়িতে কারা থাকে
আমি বলতে পারিনা।