নিশুতি রাতের মিশনারি
বোবা বাক্সের মতো দাঁড়িয়ে আছে
দূরে কোথাও গোমরামুখো প্যাঁচা
দু'ফোঁটা চোখের জল ফেলে
হে ঈশ্বর আমায় করোনি মানুষ
লাখো সেলাম তোমাকে।


এ লজ্জা আমার তোমার,
যারা করলো তোমায় ধর্ষন
গোঁফের রেখা ওঠেনি তাদের।


ধর্ষন করার আগে, তোমরা কি ভাবছিলে?


তোমার বাড়ির করুণাময়ী
দিদিমা - ঠাকুমার মুখ,
তোমার বাড়ির স্নেহ-মাখানো মার মুখ।