ওই এলো ঝড়
আকাশ উপুড় করে নামবে
............এখনই বৃষ্টি
বর্ষার পোশাক পড়া
............দিব্যদুপুর
অদেখা দিলখুশ পাখির ডাক
............অন্তরছোঁয়া।


ওই এল বৃষ্টি
মেঘের ভরাট বেদিতে
............বৃষ্টির অর্ঘ্য
হেঁটে যায় দ্রুত পায়ে
ভেজা কাপড় গায়ে
............অলীক নারী
মুখে তার বৃষ্টির ফোঁটা
ভেজা নিদ্রিত কেশ
যেন কোনারক মন্দিরের খাজে
............খোদাই মূর্তি।


কবে যেন দেখেছি তাকে
বৃষ্টির গভীরতার হাতছানিতে।