কখন যেন চলে আসি
সেই চেনা জানা বৈশালী গ্রামে
সন্ধ্যা নামছে তখন
প্রাচীন পুকুর ঘাটে,
হাওয়ায় উড়ছে এলোকেশী গাছ
গাছের ফাঁকে উঁকি দিচ্ছে
লাজুক সন্ধ্যামাখা চাঁদ
খোলা আকাশে চাঁদ-বাতাসের যাওয়াআসা
হঠাৎ ডেকে ওঠা অজানা পাখির ডাক
হালকা বাতাসে ঝিঁঝির গান।


চোখবুজা সকাল
দোর খোলো ভোর হল বৈরাগীর গান
সব আগের মতই আছে।


শুধু তুমি নেই............।