ঝাঁক ঝাঁক তৎপর পাখির ডানায়
                    সন্ধ্যা নামছে
                                   শীতের সন্ধ্যা
খাদের কিনারে দাঁড়িয়ে তুমি
উড়ছে তোমার বীতশোক রঙিন চাদর
                         সেই রঙিন চাদরে
আঁধার নেমে সব রং হয় কালো
                          প্রজাপতির রং
                           ফুলের রং
সব ......সব কালো


ভালবাসার রং হয় কি কালো?


নাক ভরে ওঠে ভালবাসার গন্ধে
বিষাদহীন পৃথিবীর বুকে ছুঁয়ে আছে
                             আমার ভালবাসা


থমকে আছে তোমার কৃপণ হাত
আমার না পাওয়ার জীবন যন্ত্রনার মধ্যে


তোমার চোখের আবরণে
পাহাড়ের নীরব কথা


অন্তিম প্রহরে দাঁড়াও তুমি
খাদের শেষ প্রান্তে।