তুমি আসবে কথা দিয়েছিলে
                 শে খ র  ঘো ষ


আজ সারাটা দিন তাকিয়ে থেকেছি
তুমি আসবে কথা দিয়েছিলে
পাশে খালি চেয়ার পাতা
শূণ্য চেয়ারে ঝরা ফুল এসে বসে
চঞ্চল মৌমাছির ভাঙ্গা দল
উদাসী ফুলের পাশ থেকে
উড়ে চলে গেল হাওয়ার গতিপথে
বাগানের বাইরে খঞ্জনী বাজিয়ে
বোষ্টুমী  নেচে গেল
তালগাছের ভেতর বাবুই পাখির বাসরঘর
তারা শুষ্ক ঠোঁঠে ঠোঠ রেখে
ভালবাসার চুম্বন আঁকল।


এলোমেলো হাওয়ায় উদাস বাগানে
সারাটা দিন বসে আছি
তুমি আসবে কথা দিয়েছিলে।